নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার সকালে সাতক্ষীরা শহরের পলাশপোল তেঁতুলতলায় মশা নিধন, ডেঙ্গ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শনিবার সকালে পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থা উদ্যোগে এবং সাতক্ষীরা জেলা পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে পলাশপোল তেঁতুলতলা ও এর আশেপাশের এলাকায় মশা নিধনে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয় এবং সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ আশেপাশের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মো. আজহারুল ইসলাম মুকুল ও সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ময়না, কুরবান আলী সরদার, যুগ্ম সম্পাদক জুম্মান সরদার, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, অর্থ সম্পাদক আসাদ খান চৌধুরী, শামীম, টগর, আব্দুল, মিঠু, সুজল প্রমুখ।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও গুরুত্বপূর্ণ- জেলা পরিষদ চেয়ারম্যান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/