আগস্ট ২২, ২০১৯
ডিবিপুলিশের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
![]() ডেস্ক রিপোর্ট : মাদক বিরোধী বিশেষ অভিযানে মো.রাসেল শেখ(২০), মো.রাশেদুল ইসলাম(২৫) ও মো. হযরত আলি(২০) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস.আই (নি:)রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই(নি:) মো. হাফিজুর রহমান, এস.আই (নি:)মিজানুর রহমান এ.এস.আই (নি:)বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই(নি:) শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সাতক্ষীরা সদরের কদমতলা-বৈকারী সড়কের জামতলা মোড়স্থ বাইপাস সড়ক থেকে মো. রাসেল শেখ (২০), পিতা- মো. রজব আলী শেখ , গ্রাম- খোকড়া রামকৃষ্ণপুর , থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, মো. রাশেদুল ইসলাম (২৫), পিতা- মৃত হাসমত আলী, গ্রাম- আমতলা, থানা ও জেলা- সাতক্ষীরা কে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। অপর দিকে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির আরেক অভিযানে এস.আই (নি:)রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই(নি:)মো. হাফিজুর রহমান, এস.আই(নি:)মিজানুর রহমান এ.এস.আই (নি:)বিষ্ণু কুমার ঘোষাল, এ.এস.আই(নি:)শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ সাতক্ষীরার কালীগঞ্জ-শ্যামনগর সড়ক থেকে মো. হযরত আলী (২০), পিতা- বাবর আলী খা, গ্রাম- উত্তর ভাড়া সিমলা, থানা – কালীগঞ্জ জেলা- সাতক্ষীরা কে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)অফিসার ইনচার্জ(ওসি) আলী আহমেদ হাশমী তিনজন মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 5,726,454 total views, 3,914 views today |
|
|
|