জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের পশ্চিম জোড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস.এম মফিজুল ইসলাম। রবিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, লেখাপড়ার মান উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে সরজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম জোড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম, সহকারী শিক্ষক ফিরোজা বেগম, পম্পা রানী বিশ্বাস, সুজায়েত হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।