আগস্ট ১৫, ২০১৯
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
![]() ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রুহুল আমিন, মো. আলতাফ হোসেন, রফিকুর রহমান লাল্টু, ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ ক্লাব/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়, মিডিয়া ও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেতুলতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম। 5,726,633 total views, 4,093 views today |
|
|
|