ডেস্ক রিপোর্ট: শনিবার পর্যন্ত সাতক্ষীরা জেলায় ১২২ জন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, তাদের মধ্যে ৪৩ জন এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে অন্যত্র রেফার করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সিভিল সার্জন আরও জানান, চিকিৎসাধীন রোগীরা এখন আশঙ্কামুক্ত।