ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রসুলপুর যুব সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে মেহেদি হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রসুলপুর যুব সমিতির সাবেক সহ-সভাপতি তৌফিক আলম, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, সৈয়দ আহম্মদ খান, কবির হোসেন, ময়নুল আরেফিন প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রসুলপুর যুব সমিতির পক্ষ থেকে ২শ’৫০টি বৃক্ষ রোপণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লিয়াকত হোসেন অরুণ।
5,696,975 total views, 611 views today