নিজস্ব প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ মথুরেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে সন্তপুর চারা বটতলা প্রাঙ্গণে ইউনিয়ন তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন। তথ্য-প্রযুক্তি লীগ নেতা আব্দুস সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য-প্রযুক্তি লীগের সিনিয়র সহ-সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন কবির হান্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু রায়হান প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ শাহাদাৎ হোসেন।