আগস্ট ১৯, ২০১৯
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে কালিগঞ্জে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান
শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) কালিগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্য ও গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কালিগঞ্জ থানা চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার লক্ষে যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একই সাথে বর্তমান সরকারের যে সমস্ত নিতি-আদর্শ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে সে গুলো যাতে মানসম্মত হয় সে দিকে সকলের খেয়াল রাখা উচিত। সাতক্ষীরা ইতিহাস-ঐতিহ্য, খেলাধুলাসহ সর্বক্ষেত্রে এ জেলার মানুষ এগিয়ে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন সাতক্ষীরার অসংখ্য শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। সরকারের প্রশাসন বিভাগের অনেক গুরুত্বপূর্ণস্থানে সাতক্ষীরার কৃতি সন্তানরা দায়িত্ব পালন করছে। সে জন্য এই জেলার সুনাম রক্ষার দায়িত্ব আমাদের সকলের। তিনি আরও বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এখন উন্নয়ন ও সুশাসন পাওয়ার সময় এসেছে। সমাজ থেকে জঙ্গি, মাদক, সন্ত্রাস ও দুর্বৃত্তদের বিতাড়িত করতে হবে। এরা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুন্দর সমাজ গড়তে হলে আমাদের সচেতন হতে হবে। বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক সংবাদ প্রকাশের পাশাপাশি ইতিবাচক দিকগুলো তুলে ধরে সংশ্লিষ্টদের অনুপ্রেরণা প্রদানের জন্য সাংবাদিকদের প্রতি আহŸান জানিয়ে তিনি আরও বলেন, সেবার মানসিকতা নিয়ে আমি চাকুরি করছি। আমি যদি ভাল কাজ করি তাহলে সাতক্ষীরা থেকে চলে যাওয়ার পরও জনগণ আমাকে মূল্যায়ন করবে। আর যদি খারাপ কাজ করি তাহলে সমালোচনা করবে এটাই স্বাভাবিক। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালনের পাশাপাশি সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদউল্যাহ বাচ্ছু প্রমুখ। এসময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ বাহারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক, পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশ ও দফাদারগণ উপস্থিত ছিলেন। 9,012,814 total views, 10,037 views today |
|
|
|