নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বাড়ি থেকে চারদিন যাবৎ নিখোঁজ হয়েছে আসমাউল হুসনা (১৯) নামে এক যুবতী। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় জিডি করেছেন যুবতীর পিতা। নিখোঁজ যুবতীর পিতা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের শামছুর রহমান গাজী জানান, গত ২ আগস্ট তিনি স্ত্রীকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী মৎস্য ঘেরের ভেড়িতে বেগুনের চারা রোপণ করতে যান। প্রায় ১ ঘণ্টা পর বাড়িতে ফিরে তারা মেয়ে আসমাউল হুসনাকে দেখতে পাননি। মেয়ের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং গায়ের রঙ শ্যামলা। এরপর আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়ের সন্ধান না পাওয়ায় অবশেষে গত ৪ আগস্ট তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন (নম্বর: ২৪৫)।