আগস্ট ১৫, ২০১৯
চাম্পাফুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন
![]() চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে ও ঠাকুর দাশ সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরদার মতিয়ার রহমান, জাতীয় শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রাণ কৃষ্ণ সরকার, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার মন্ডল, সমাজসেবক উপেন্দ্রনাথ সরকারর ও আশিক কুমারসহ স্থানীয় সুধীবৃন্দ। এ সময় প্রাণ কৃষ্ণ সরকারের গানের অ্যালবাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বাজানোর মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। সর্বশেষ দোয়া মোনাজাত শেষে গণ ভোজের আয়োজন করা হয়। এছাড়াও চাম্পাফুল ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 5,697,137 total views, 773 views today |
|
|
|