আগস্ট ৩, ২০১৯
গাবুরায় সুইচ গেটের ঢাকনা ভেঙে জোয়ারের পানি প্রবেশ
![]() এস এম সাহেব আলী গাবুরা প্রতিনিধি: শ্যামনগরের গাবুরায় ¯সুইচ গেটের ঢাকনা (পাট) ভেঙ্গে জোয়ারের উপচে পড়া পানিতে গাবুরার ডুমুরিয়ায় সংলগ্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধিন¯সুইচ গেটের পাট ভেঙে প্রায় ৬ঘণ্টা জোয়ারের পানি প্রবেশ করে। এতে কয়েক শত বিঘা চিংড়ি ঘের ডুবে গেছে। মিস্টি পানির পুকুর গুলোও প্লাবিত হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনসাধারণ। রাতে পানি বৃদ্ধি পাওয়ায় খবরে স্থানীয়রা পাউবো রাস্তায় অবস্থান নেয়। গাবুরায় ডুমুরিয়া ¯সুইচ গেটের পাট ভেঙে যাওয়ার সংবাদে জনসাধারণের মাঝে আইলার মত দুর্যোগের মত আতঙ্ক সৃষ্টি হয়। এ বিষয়ে ৫২ নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইস্রাফিল হোসেন বলেন, রাত ১০টা হতে রাত প্রায় ৪টা পর্যন্ত ৬ঘণ্টা নদীর লোনা পানি লোকালয়ে প্রবেশ করায় মাছের ঘের গুলো প্লাবিত হয়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া রাস্তার পাশে মিষ্টি পানির পুকুর গুলোতে লোনা পানি ঢুকে যাওয়ায় খাবার পানির সংকট হতে পারে। সাস্থানীয় বাসিন্দা বিলকিস বলেন, রাতে যখন শোনা গেল ¯সুইচ গেটের পাট ভেঙে ডুমুরিয়া খালে পানি প্রবেশ করছে আমদের মাঝে আতঙ্ক শুরু হয়। আমরা রাতে ঘুমাতে পারিনি। ক্ষতিগ্রস্ত গেটটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। 5,740,735 total views, 84 views today |
|
|
|