নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আমিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় গাবুরা ইউনিয়নের পার্শেমারি বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল একই গ্রামের নাটা গাজীর ছেলে। স্থানীয়রা জানান, আমিরুল একটি হত্যা মামলার প্রধান আসামি কিছুদিন আগে সে জেল থেকে জামিনে বাড়ি আসে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পার্শেমারি বাজারের একটি চায়ের দোকানে আমিরুল ও একই গ্রামের ওয়াজেদ জোয়ারদারের ছেলে রবিউল জোয়ারদার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল লাঠি দিয়ে আমিরুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আমিরুল মারা যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ গাবুরায় রওনা হয়েছে।