আগস্ট ২৮, ২০১৯
কৃষ্ণনগরে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত
![]() কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম-’নবযাত্রা’ প্রকল্পের বাস্তবায়নে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেÐার অর্গানাইজার ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের পরিবার তখনই সুখের শিখরে পৌঁছাবে যখন স্বামী ও স্ত্রীর মধ্যে আন্তরিকতা, বিশ্বাস, ও ভালোবাসা জন্মাবে। স্বামী-স্ত্রী দুজনে মিলে পরিবারের সকল সিদ্ধান্ত ও কাজ ভাগাভাগি করে করবে। নবযাত্রা আমাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে কিন্তু নবযাত্রা একদিন হয়তো থাকবে না । তাই আমার অনুরোধ নবযাত্রা যা আমাদের শেখাচ্ছে তা নিজেরা পালন করবেন এবং আপনার তা অন্যদের মাঝে শেয়ার করবেন।” এ সময় নবযাত্রা প্রকল্পের জেন্ডার টেকনিক্যাল অফিসার মো. ডালিম খান, ইনফ্লুয়েনশিয়াল গ্রæপের সদস্য গোলাম মোস্তাফা, দৈনিক সুপ্রভাত’র কৃষ্ণনগর প্রতিনিধি জামাল উদ্দিন, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন, সামাজিক দায়বদ্ধতা কম্পোনেন্টের অর্গানাইজার মাহাবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 5,741,478 total views, 827 views today |
|
|
|