আগস্ট ২৯, ২০১৯
কুশখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও কমিটি গঠন
![]() স্টাফ রিপোর্টার: সদর উপজেলার কুশখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব কবিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল)। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কুশখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। এজন্য কুশখালী ইউনিয়নকে ডেঙ্গুমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। এছাড়া নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।’ সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউসুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, ইউপি সদস্য মো. মনিরুল ইসলামসহ ইউনিয়নের সকল ইউপি মেম্বর ও ৯টি ওয়ার্ডের কর্মরত ন্যাশনাল সার্ভিস কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় কুশখালী ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ৯সদস্য বিশিষ্ট করে ‘ডেঙ্গু প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। 5,717,038 total views, 2,056 views today |
|
|
|