কুলিয়া প্রতিনিধি: দেবহাটায় কুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ ও সেসরকারি সংস্থা সিডাবøুসিএস’র আয়োজনে জনসাধারণের মাঝে উক্ত লিফলিট বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, আমিরুল ইসলাম, প্রেম কুমার, ফতেমা খাতুন, সিডাবøুসিএস’র প্রতিনিধি রুহুল আমিন প্রমুখ।
5,686,540 total views, 1,459 views today