আগস্ট ২৯, ২০১৯
কাশিমাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ইন্টারফেস সভা অনুষ্ঠিত
![]() কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় সুশীলন নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এ ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মহিউদ্দীন আহমদ। এ সময় কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, অমোষ মূর্মু (জিজি অ্যান্ড এসএও), শান্তনু (টিওএসএ), জি এম আব্দুল গফফার (এসএও), ডা. মোস্তফা মাহমু, সিডিও সদস্য আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রশিদ ঢালী, ইউপি সদস্য সীতা রানী বৈদ্য, ইউপি সদস্য পাপিয়া হক, সিএইচসিপি জিয়াউর রহমান, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিও কর্মী, শিক্ষার্থী, ডাক্তার, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুজাহিদুল ইসলাম ও বাবর আলী। 5,685,159 total views, 78 views today |
|
|
|