কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়নের জয়নগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। ডেঙ্গু প্রতিরোধে চলমান কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশনায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। বাড়ি বাড়ি পরিচ্ছন্নতা অভিযান ও হাতে হাতে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। এ সময় কাশিমাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোল্লা জহুরুল ইসলাম, ইউপি সচিব আব্দুস সবুর, মহিলা ইউপি সদস্য মিসেস পাপিয়া হক প্রমুখ উপস্থিত ছিলেন।