আগস্ট ৩, ২০১৯
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে সমাবেশ ও ডেঙ্গু বিষয়ে আলোচনা সভা
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনা অনুযায়ী প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শপথ পাঠ পরবর্তী সময়ে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। তিনি বলেন, দেশব্যাপী ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। অথচ একটু সচেতন হলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য বাড়ি ও এর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাছাড়া জমে থাকা পানি থেকে এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে। কলেজ ক্যাম্পাস, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও হোস্টেল ভবন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ঈদুল আজহার ছুটির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হবে। তিনি ছুটির মধ্যেও যাতে কলেজে সবার অংশগ্রহণে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করা যায় সেজন্য সকলকে ১৫ আগস্ট কলেজে যথাসময়ে উপস্থিত থাকার আহŸান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল, আমজাদ হোসেন, নুরুজ্জামান, নজরুল ইসলাম, জয়শ্রী ঘোষ, সুফিয়া খাতুন, নিয়াজ কওছার তুহিন, তারক সরকার, মিজানুর রহমান, আব্দুর রউফ, সুকুমার ঘোষ, নাজিমুদ্দীন আহম্মেদ, শ্রীবাস রায়, বদরুজ্জামান, ইকবাল খলিল খান, হাফিজুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রী, প্রবীর দেবনাথ, আবু মুছা, আওছাফুর রহমান, মর্জিনা মোমতাহানা, গোবিন্দ দুলাল বর, অলিউর রহমান, শম্পা রাণী, প্রদর্শক মাজেদা খাতুন, সনজিত সরকার, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 5,727,278 total views, 4,738 views today |
|
|
|