নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পঞ্চাশ গ্রাম গাঁজাসহ ইসলাম কারিকর (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের জনাব আলী কারিকরের ছেলে।
থানার সহকারী উপ-পরিদর্শক হুমায়ূন কবীর জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আল মামুদ ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ বাঁশতলা মাছের সেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ গ্রাম গাঁজাসহ ইসলাম কারিকরকে আটক করা হয়। আসামিকে গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।