আগস্ট ২৯, ২০১৯
কালিগঞ্জে ডেঙ্গু রোগীদের খোঁজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ডেঙ্গু রোগীদের খোঁজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ৩ টায় নেতৃবৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের নিকট থেকে সার্বিক পরিস্থিত সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের সদস্য ও জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, মথুরেশপুর সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৯ জন। এর মধ্যে স্থানীয় রোগী ৪৭ জন। উপজেলার বাইরে থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩৪ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, ২৮ আগস্ট ভর্তি ছিল ১০ জন। তাদের মধ্যে ১জনকে অন্যত্র স্থানান্তর করা হয়। বাকী ৯ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি যান। আবার ২৯ আগস্ট দুপুর পর্যন্ত নতুন করে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সর্বশেষ ৯ জন চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগী শনাক্তের কীট নিয়ে আপাতত: কোন সমস্যা নেই বলে হাসপাতাল সূত্রে জানা যায়। 5,685,309 total views, 228 views today |
|
|
|