আগস্ট ৩০, ২০১৯
কালিগঞ্জে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান : পরিচালনার লক্ষে মনিটরিং কমিটির প্রস্তুতি সভা
![]() নিজস্ব প্রতিনিধি: এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে পরিচালনার লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ গঠিত কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ মনিটরিং কমিটির প্রস্তুতি সভা শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মনিটরিং কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে মনিটরিং কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনিটরিং কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মোজাহার হোসেন কান্টু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক আফসার উদ্দীন সরদার, মথুরেশপুর সভপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, কৃষ্ণনগর সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাধারন সম্পাদক এসএম নুর আহম্মেদ সুরুজ, ধলবাড়িয়া সভাপতি সজল মুখার্জী, সাধারণ সম্পাদক নাজমুস শাহদাত রাজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফতেমা ইসলাম রিক্তা প্রমুখ। ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা ১২ টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সকল নেতা কর্মীকে কাজ করার আহŸান জানানো হয়। এ বিষয়ে উপজেলা মনিটরিং কমিটি শনিবার থেকে নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 5,727,432 total views, 4,892 views today |
|
|
|