নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলেন উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের হযরত আলী গাজীর ছেলে রমজান আলী (৪৪), একই ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে জব্বার গাজী (৫০)।
থানা সূত্রে জানা যায়, বুধবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক জিয়ারত আলী, সহকারী উপ-পরিদর্শক লিটন হোসেন ও জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ বাসটার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় এক’শ গ্রাম গাজাসহ রমজান আলী ও জব্বার গাজীকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।