আগস্ট ৬, ২০১৯
কালিগঞ্জে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সভা
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের উজ্জীবনী ইনষ্টিটিউটের আয়োজনে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের আহŸায়ক তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব সেক্টর কাজ করছে। আমরাও তৎপর রয়েছি। খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু দেশ থেকে নির্মূল হবে। সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করছেন যা বিগত কোন সরকারের আমলে হয়নি। এই সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। সরকারের এই উন্নয়ন সহ্য করতে না পেরে একটি মহল পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে গুজব ছড়াচ্ছে। এসব ব্যাপারে সচেতন হওয়ার জন্য তিনি সকলের নিকট আহŸান করেন। এছাড়াও ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি সভায় উল্লেখ করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ কবীর কাজল প্রমুখ। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 5,686,333 total views, 1,252 views today |
|
|
|