নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেলে ডিএমসি ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের এ খেলায় পারুলগাছা প্রগতি সংঘ ফুটবল একাদশকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রতনপুর ফুটবল একাদশ। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন সেলিম হোসেন এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও সোহাগ। আগামী ৫ আগস্ট সোমবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় কদমতলা রফিক এন্টারপ্রাইজ ও শ্যামনগরের চালিতা ঘাটা ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে। এর আগে দু’টি খেলায় শ্যামনগর ফুটবল একাদশ ও শ্রীকলা ফুটবল একাদশ জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।