নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে ডিএমসি ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের এ খেলায় কদমতলা রীমা ফিস ফুটবল একাদশকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চালতেঘাটা ফুটবল একাদশ। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু এবং সহকারী হিসেবে ছিলেন শেখ ইকবাল আমল বাবলু ও সৈয়দ মোমেনুর রহমান। আগামী (৮ আগস্ট) বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে শ্যামনগর ফুটবল একাদশ ও রতনপুর পি.ডি.কে ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে।