নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১০ টার দিকে বিদ্যালয়ের হলরুমে পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি এসএম সাইদুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, অভিভাবকদের মধ্যে আব্দুল মজিদ,গোলাম মোস্তফা, আব্দুস সামাদ মোড়ল, সহকারী শিক্ষক গুনধর মিস্ত্রী ও গোলাম রসুল প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর সঞ্চালনায় সমাবেশে শিক্ষার্থীদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিতি,পাঠদানে অধিক মনযোগী হওয়া, স্কুল ড্রেস পরিধান এবং প্রাক নির্বাচনি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়।