নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন উপস্থিত থেকে ১৮’শ গরীব, দুস্থ, অসহায় মানুষের মাঝে ১৫ কেজি হারে এ চাউল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খান আহাদুর রহমান, ইউপি সদস্য গোলাম মোস্তফা, সংরক্ষিত ইউপি সদস্য শামীমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য শেখ আব্দুল গফ্ফার মিন্টু, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।