আগস্ট ১৩, ২০১৯
কালিগঞ্জের বালাপোতায় লাখও ভক্তের আগমনের মধ্যে দিয়ে শেষ হল আবির্ভাব তিথি
![]() বাপী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র বালাপোতায় বাবা তারকনাথ ধামে উৎসব মুখর পরিবেশে বাবা ভোলানাথের আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) শ্রী শ্রী বাবা তারকনাথ ধাম মন্দির কমিটির আয়োজনে সকাল থেকে পূজা অর্চনার মধ্য দিয়ে অশুভ শক্তির সংহার কর্তা সত্য সুন্দর শিব বন্দনায় মেতে উঠে। সর্ব-পাপ মুক্তি ও মনস্কামনা পূরণের আকাক্সক্ষায় এ ধামে মানুষের জনসমুদ্রে রূপ নেয় । বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখও ভক্ত ও সন্ন্যাসীদের আগমনে আবির্ভাব তিথি এক মহা-মিলন মেলায় পরিণত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও তারকনাথ ধাম মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সকাল থেকে জল দান ও প্রসাদ বিতরণ করা হয়। বালাপোতা বাবা তারকনাথ ধাম পরিচালনা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুরালী মোহন জানান, প্রতিবারের মত এবারও ধামে বাবার মাথায় জল ঢালার জন্য সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখও সন্ন্যাসী ও ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছে। 5,726,492 total views, 3,952 views today |
|
|
|