আগস্ট ২৫, ২০১৯
কালিগঞ্জের খলিসানি খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
![]() চাম্পাফুল প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র খলিসানি খাল থেকে অমরী পাল (৮০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (২৫ আগস্ট) বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামের মৃত পূর্ণ পালের স্ত্রী। নিহত বৃদ্ধার ছেলে নিমাই পাল (৫০) জানান, তার মা অমরী পাল দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিল এবং স্বাভাবিক কোন কাজ করতে পারত না। গত ২৪ আগস্ট দিবাগত রাতে তার মা পরিবারের সদস্যদের অগচরে বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তার মাকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রবিবার বিকেল ৫ টার দিকে স্থানীয়রা খলিসানি খাল থেকে ভাসমান অবস্থায় থাকা তার মা অমরী পাল’র মৃতদেহ উদ্ধার করেন। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক জিয়ারত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে সৎকারের অনুমতি প্রদান করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নং-৩০, তারিখ-২৫/০৮/১৯ খ্রি:)। থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 5,685,486 total views, 405 views today |
|
|
|