আগস্ট ২৯, ২০১৯
কালিগঞ্জের এডিস মশার প্রজনন রোধে স্প্রে কার্যক্রম শুরু
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধের লক্ষে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ৭ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছায় আনুষ্ঠানিক মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং ওয়ার্ড সদস্য আফছার উদ্দীন। এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কেবিএ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দিপঙ্কর সরদার, রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, গ্রাম পুলিশ আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও কুশুলিয়া, তারালী, নলতা, ভাড়াশিমলা, মৌতলা, ধলবাড়িয়া, রতনপুর ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডিস মশা ধ্বংসের জন্য পরিচ্ছন্নতা অভিযান ও বিষ প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। 5,686,488 total views, 1,407 views today |
|
|
|