আগস্ট ৭, ২০১৯
কাকডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ
![]() কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ সংলগ্ন শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্ম ভিটা আশ্রম প্রাঙ্গনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও ভারতীয় বিএসএফ এর ১১২ ব্যাটালিয়নের নবাগত ভারপ্রাপ্ত কমান্ড্যান্টের মধ্যে পরিচিতি এবং সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। বিজিবি’র সূত্রে জানায়, সৌজন্য সাক্ষাতে বিজিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। পাঁচ সদস্যের মধ্যে উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হারুনার রশিদ ও মাদরা বিওপির সুবেদার আশরাফ হোসেন উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএসএফ এর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চন্দন শিখর। এ সময় তার সাথে ছিলেন, স্টাফ অফিসার রাজদ্বীপ চৌধুরীসহ তিন জন কোম্পানি কমান্ডার। সৌজন্য সাক্ষাতের উদ্ধৃতি দিয়ে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার বিষয়ে উভয় দেশের কমান্ডার একমত পোষণ করেছে। 5,686,825 total views, 1,744 views today |
|
|
|