কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পৃথক অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে এসআই মাসুদুজ্জামন, এএসআই সাগর আলী, এএসাআই আনোয়ার হোসেনের সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযানে উপজেলার লোহাকুড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হতে শ্রীরামপুর গ্রামের মৃত সদেক আলীর ছেলে হাসান (২০)কে ৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন একই দিনে উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম হতে আফসার আলী মিস্ত্রির ছেলে আব্দুস সালাম (২৭)কে নিজ বাড়ী হতে ২৪ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সহ গ্রেফতার হওয়ায় আসামিদের মাদক মামলা আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।