আগস্ট ১৫, ২০১৯
কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শোক দিবস পালিত
![]() কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট ১৯) সকালে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সেবা’ রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ সম্পন্ন করে। কলেজ অডিটোরিয়াম হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবনের আদর্শ আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি আরএম সেলিম সাহনেওয়াজ। আলোচনা সভা শেষে মাওলানা জিয়াউল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্থ পরিবারের প্রতি রহমত কামনায় দোয়া ও মোনাজাত সম্পন্ন করেন।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী, কলেজ প্রতিষ্ঠতা সদস্য ইউনুস আলী, সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, ‘সেবা’ রক্তদান সংস্থার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কামাল রেজা, সদস্য ডা: আশিকুর রহমান, সদস্য ডা: আনিসুর রহমান, উপজেলা সাংবাদিক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন রাজসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ডা: হাবিবুর রহমান। 5,697,164 total views, 800 views today |
|
|
|