আগস্ট ৪, ২০১৯
কলারোয়ায় হেলথক্যাম্প অনুষ্ঠিত
![]() কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে কর্মজীবী চাইল্ড কেয়ার মাদার/ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক কর্মজীবী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মাঝে সাবান, স্যালাইন, কেক, বিস্কুটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজনীন খুকু ও কলারোয়া স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কামরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার। 6,853,226 total views, 1,031 views today |
|
|
|