আগস্ট ৮, ২০১৯
কলারোয়ায় সলিং রাস্তার উপর বাঁধ ; ভোগান্তিতে এলাকাবাসী
![]() কলারোয়া প্রতিনিধি: রাস্তার দু’ধারে মাটির উচুঁ স্তূপ, বৃষ্টি হলেই জল-কাদায় একাকার হয়ে পড়ে। তার উপর রাস্তার দু’ধারের দেওয়া হয়েছে বাঁধ। শুষ্ক বা বর্ষা দুই মৌসুমেই চালকদের যানবাহন ঠেলেঠুলে চালাতে হয়। ইট-খোয়া উঠে রাস্তাটির বেহাল দশা। অহরহ ঘটছে দুর্ঘটনা। 5,686,511 total views, 1,430 views today |
|
|
|