কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, গুজব প্রচার ও জঙ্গিবাদ নির্মূল করণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউট প্রাঙ্গণে সচেতনতা মূলক এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য কলারোয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, গুজব প্রচার ও জঙ্গিবাদ নির্মূলে সকলকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে ” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবুসহ, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
8,944,096 total views, 21,884 views today