আগস্ট ১৫, ২০১৯
কলারোয়ায় বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি
![]() কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি দিলেন উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। ঈদের নামাজের পরেই ব্যস্ত হয়ে যায় প্রিয় পশুটি কুরবানির জন্য। যে দিনটাতে শরীয়াহ মোতাবেক পশু কুরবানি করেন কেবল আল্লাহ তাআলার রাজি, খুশি, সন্তুষ্ট অর্জনের লক্ষে নিজ নামে বা প্রিয় মানুষটির নামে পশু কুরবানি করেন ইসলাম প্রিয় মানুষেরা। তেমনি ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেও পশু কুরবানি দিয়ে তা গরিব মানুষের মাঝে বিতরণ করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গন্ধুর নামে একটি খাসি ছাগল কুরবানি দিলেন। বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, আমাদের পিতা। ১৯৭৫ সালে তাঁকে স্ব-পরিবারে হত্যা করা হয়। তাঁর শিশু সন্তান শেখ রাসেলকেও বাঁচতে দেয়া হয়নি। জাতির পিতার সšত্মান হিসেবে আমাদের দায়িত্ব তাঁর নামে পশু কুরবানি করা। তিনি আরো বলেন-আমি প্রতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি করে খাসি ছাগল কুরবানি দিয়েছি। উপজেলা আ.লীগের এ নেতা আরো বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভালোবাসা আর শ্রদ্ধায় জড়ানো একটি নাম। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত জাতির জনকের নামে পশু কুরবানি অব্যাহত রাখবেন তিনি। 5,740,837 total views, 186 views today |
|
|
|