আগস্ট ২৯, ২০১৯
কলারোয়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ জন আটক
![]() কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী এবং পর্নোগ্রাফি মামলার ২জনসহ মোট ৫জন আটক করেছে কলারোয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে এস আই ই¯্রাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার রামকৃষ্ণপুর কবিরাজ বাড়ির মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ বোতল ফেনসিডিলসহ মো. আবুল বাশার (৪৭) কে আটক করা হয়। আবুল বাশার উপজেলার বড়ালী এলাকার ইয়াছিন আলীর ছেলে। এস আই সুবির কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রামভদ্রপুর এলাকার মাসুদ রানা (৩২) ও সবুজ গাজী (২২) কে ৪২ পিস ইয়াবাসহ আটক করা হয়। এদিকে সরসকাটি পুলিশ ক্যাম্পের এস আই মো. আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ওফাপুর ফুটবল মাঠ থেকে মানিকনগর এলাকার মো. দবির হোসেন (২৪), ও মো. রিপন গাজী (২২)কে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস বিষয়টি নিশ্চিত করেন। 5,686,423 total views, 1,342 views today |
|
|
|