আগস্ট ৫, ২০১৯
কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
![]() কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দুই দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) সোমবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন ও অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লাল্টু । এ সময় তিনি বলেন, ‘গাছ আমাদের সব চেয়ে ভাল বন্ধু, বেশি বেশি গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষা করুন’। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলার কৃষি অফিসার মহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহাজাদা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনির উল গিয়াস, সাবেক অধ্যক্ষ আবু নওছর । এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, অ্যাড. কামাল রেজা, মাও. হাবিবুর রহমান, সোনা বাড়ীয়া চেয়ারম্যান ইউপিসহ সাংবাদিক ও বিভিন্ন নার্সারির মালিকগণ। 5,696,834 total views, 470 views today |
|
|
|