আগস্ট ২৬, ২০১৯
কলারোয়ায় ডেঙ্গু সচেতনতায় র্যালি
![]() কলারোয়া প্রতিনিধি: “সচেতন হোন, সুস্থ থাকুন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এই স্লোগান নিয়ে কলারোয়ায় ব্যতিক্রমধর্মী ডেঙ্গু সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সচেতনতা র্যালিটি অনুষ্ঠিত হয়। জনগণের মনে সাড়া জাগাতে ঢোল তবলা, লিফলেট, ফেস্টুন, ব্যানার ও হাতি নিয়ে এ র্যালিতে জনগণ সতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। দেশে ডেঙ্গু মশায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে ঠিক তখনই হেলাতলা ইউনিয়ন পরিষদ তাদের নিজেদের অর্থায়নে এলাকাবাসীকে সচেতনতা বৃদ্ধির লক্ষে এগিয়ে আসেন। সকাল থেকে এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সচেতনতা র্যালি করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ডেঙ্গুর কোন ভ্যাকসিন নেই। তাই ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূলমন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। এ রোগ থেকে বাঁচার এক মাত্র উপায় হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিস মশা প্রতিরোধ করা। তার জন্য তিনি তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯৪ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিয়েছেন। আগামী ৩দিন ধরে তারা ডোর টু ডোর যাবেন। এসময় তারা প্রতিটি বাড়ির আশপাশে স্প্রে করবেন। সপ্তাহ ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। এসময়ের মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নেও সচেতনতা বৃদ্ধির লক্ষে হ্যান্ডবিল, ফেস্টুন ও লিফলেট বিতরণ করা হবে। র্যালিতে ইউপি সদস্য সারজিনা খাতুন, নাছিমা খাতুন, মমতাজ খাতুন, আ: ছাত্তার, আমিরুল ইসলাম, সোহরাব হোসেন, আসাদুজ্জামান আসাদ, মোখলেছুর রহমান, আব্দুস ছাত্তার, আসলাম হোসেন দুলাল, শেখ খায়রুল ইসলাম, মাজেদ আলী মোড়লসহ এলাকার শত শত জন সাধারণ অংশগ্রহণ করেন। 5,697,052 total views, 688 views today |
|
|
|