আগস্ট ৪, ২০১৯
কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে অভিভাবক সমাবেশ
![]() কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। সমাবেশে বক্তারা এডিস মশার বংশ বিস্তার রোধে সরকার ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সকলকে আন্তরিক ভাবে এগিয়ে আসার আহŸান জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘর-বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাবেশের আগে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের নেতৃত্বে শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ঘন্টাব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, দেবাশীষ সরদার, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, নূরজাহান, মমতাজ পারভীন, আসমা খাতুন, অভিভাবক আব্দুল জলিল, মফিজুল মেম্বার, ছকিনা খাতুন, ফাতেমা খাতুন, শহিদুল ইসলাম প্রমুখ। 5,697,130 total views, 766 views today |
|
|
|