আগস্ট ২১, ২০১৯
কলারোয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
![]() কলারোয়া প্রতিনিধি: শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, মাদক, জঙ্গিবাদ ও আইন শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে কলারোয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে কলারোয়া থানা চত্বরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং জনগণের প্রশ্নের উত্তর দেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক জঙ্গিবাদ অপরাধ দমন করতে সাতক্ষীরা জেলা পুলিশ বদ্ধপরিকর। এ জন্য সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি’। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ্ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রোফেসর আবু নসর, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম। এ সময় জনগণের মতামত ব্যক্ত করেন, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, শিক্ষক হুমায়ুন কবির, সেবা সেচ্ছা সেবক সংস্থার সদস্য শাহিনুর রহমান অপু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, শফিকুর রহমান, চন্দন পুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উপজেলার শিক্ষক মন্ডলী, সুধী সমাজের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। 5,726,745 total views, 4,205 views today |
|
|
|