কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সেলিম হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার কাদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রইচ উদ্দীন ও এএসআই শেখ মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে সেলিমের বাড়ি থেকে ইয়াবা ১০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর- উল-গীয়াস মামলাটি নিশ্চিত করে বলেন, ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আসামিকে হাতে নাতে আটক করেছে। মাদক মামলা আইনের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।