আগস্ট ১০, ২০১৯
কলারোয়ার বোয়ালিয়ায় দারুস সালাম মসজিদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন
![]() হাবিবুর রহমান, কলারোয়া, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় মহিলা আদর্শ দাখিল মাদ্রাসার পশ্চিম পাশে বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স, এতিম খানা, দারুস সালাম ক্যাডেট মাদ্রাসা, ইসলামিক ও সামাজিক গ্রন্থাগার ও বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের অবকাঠামো নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় বালিয়াডাঙ্গা-সোনাবাড়ীয়া সড়কের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশে ওই প্রতিষ্ঠান সমূহের ভিত্তি প্রস্তর স্থাপন ও সাইনবোর্ড উত্তোলন করেন ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল, বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট শাখা প্রতিষ্ঠান সমূহের সভাপতি সেকেন্দার আহমেদ মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন ও সাইনবোর্ড উত্তোলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, কুশখালি দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আনোয়ার এলাহী,সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন, সহকারী আইনজীবী আব্দুর রহমান, প্রতিষ্ঠানের দাতা সদস্য আহমেদ আব্দুল্লাহ সাদিক,প্রভাষক মেজবাহুর রহমান, দাতা সদস্য অহেদ আলী সানা, পরিচালনা পরিষদের সদস্য ডা.মোশাররফ হোসেন, পরিচালনা পরিষদের সদস্য ফারুক হোসেন গাজী, আ.ছাত্তার প্রমুখ । 5,726,081 total views, 3,541 views today |
|
|
|