কলারোয়া প্রতিনিধি: ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ, একদিন এক ঘণ্টা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আইন প্রশাসন তথা সরকারি কর্মকর্তারাও এ কর্মসূচি পালন করেছেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়ান-ডে ওয়ান-আওয়ার (দিনে একঘন্টা) কর্মসূচীর আওতায় শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলার ১২টি ইউনিয়নের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যয় দেয়াড়োর খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ওই কর্মসূচী পালিত হয়েছে। উপজেলার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীতে সকল শিক্ষক-শিক্ষার্থীরা-ঘন্টাব্যাপী বিদ্যালয় আঙিনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীতে স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন।