আগস্ট ৪, ২০১৯
এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও আলোচনা সভা
![]() ডেস্ক রিপোর্ট: “ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ একদিন এক ঘণ্টা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও কলেজ হলরুমে এ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভায় কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, দেশের সকল ক্রান্তিকালে ছাত্রসমাজ কে এগিয়ে আসতে হবে। এডিস মশা বর্তমানে মহামারি আকার ধারণ করেছে এটাকে মোকাবিলা করার জন্য আমাদের বেশি বেশি জনসচেতনতামূলক প্রোগ্রাম করতে হবে। আসুন আমরা প্রতিদিন অন্তত এক ঘণ্টা নিজেরা আমাদের বাসা বাড়ি ,শিক্ষা প্রতিষ্ঠান ,অফিস আদালত, হাট বাজার, রাস্তা ঘাট, বাস স্টেশন, হোটেল রেঁস্তোরা, খেলার মাঠ, ছাদবাগান, পরিষ্কার পরিচ্ছন্ন করি। ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে লিফলেট দিয়ে বলেন, এটি পড়বা, পিতা-মাতাকে শুনাবা, মশারি টানিয়ে ঘুমাবা আর জ্বর হলে ডাক্তার দেখাবা ডেঙ্গু কিনা পরীক্ষা করাবা। নিজ হাতে সব কিছু পরিষ্কার করবা এবং আশপাশের সকলকে সচেতন করবা। 5,686,486 total views, 1,405 views today |
|
|
|