আগস্ট ২৯, ২০১৯
উদ্বিগ্ন বা আশাহত হওয়ার কিছু নেই, সবাই একসাথে কাজ করুন ডেঙ্গু প্রতিরোধ হবেই : কালিগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল
![]() শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: কলিগঞ্জে এডিস মশার বিস্তার রোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া সহজ কথা নয়। আপনারা হচ্ছেন সমাজের প্রাণ, সেজন্য আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনার এলাকায় যদি এডিস মশার বিস্তার হয় তাহলে এর চেয়ে দু:খ জনক আর কিছু হতে পারে না। আর বসে থাকার সময় নেই এডিস রোধে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়–ন। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করুন। যে বাড়িতে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি রয়েছে সেই বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। তিনি আরও বলেন, এডিস মারাত্মক আকার ধারণ করেছে তবে উদ্বেগ বা আশাহত হওয়ার কিছু নেই। আজ থেকে সকল ইউপি সদস্য, এনজিও কর্মকর্তা-কর্মচারী, ন্যাশনাল সার্ভিস কর্মীদের সাথে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করুন। উপজেলা প্রশাসন ও পরিষদের আপনারা যারা আছেন অফিস করার পাশাপাশি দিনে ২ ঘন্টা এডিস মশা নিধন করার লক্ষে দায়িত্ব পালন করুন। দেখবেন খুব সহজেই ডেঙ্গু রোধ সম্ভব হবে। আগামী সাত দিনের মধ্যে আমি সফলতা দেখতে চাই। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 5,741,106 total views, 455 views today |
|
|
|