আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, থানা অফিসার ইনচার্র্জ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, মোনায়েম হোসেন, আব্দুল আলিম, দিপঙ্কর সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুুল হান্নানসহ বিভিন্ন দফতরের প্রধানগণ। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলকে উদাত্ত আহŸান জানানো হয়।
5,697,049 total views, 685 views today