আগস্ট ১৬, ২০১৯
আশাশুনির কালাবাগিতে নববধূর আত্মহত্যা
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কালাবাগি গ্রামে বাপের বাড়ি এসে স্বপ্না রানী নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানাগেছে, দরগাহপুর ইউনিয়নের কালাবাগি গ্রামের পঞ্চানন গাইনের মেয়ে স্বপ্নার সাথে সাতক্ষীরা সদরের ধুলিহর তেতুলডাঙ্গী গ্রামে পলাশ গাইনের এক মাস আগে বিয়ে হয়। ঈদের কয়েক দিন আগে স্বপ্না বাপেরবাড়ি বেড়াতে আসে। বুধবার রাতের খাবার খেয়ে সে যথারীতি ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সে না ওঠায় তাকে ডাকতে গিয়ে দেখা যায় ঘরের আড়ার সাথে শাড়ি কাপড়ে গলায় ফাঁস দিয়ে স্বপ্না ঝুলছে। খবর পেয়ে আশাশুনি থানার এসআই মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ঠিক কি জন্যে সে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই স্বপন গাইন বাদী হয়ে আশাশুনি থানায় ৩৭ নং একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। 5,685,267 total views, 186 views today |
|
|
|