আগস্ট ১, ২০১৯
আশাশুনিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ৬ ইউনিয়নে ডেঙ্গু বিষয়ক সচেতনতা সভা
![]() আশাশুনি প্রতিনিধি : ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছয় ইউনিয়নে একযোগে ডেঙ্গু এবং পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ আশাশুনি এপি পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এমটিইডিআই দীলিপ কুমার ঘোষ, এসআই সহকারী মোক্তারুজ্জামান স্বপন, শিক্ষক আবুল ফজল পলাশ, আলমগীর কবির প্রমুখ। প্রধান শিক্ষক দ্বিজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে আশাশুনি মডেল সরঃ প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে ডেঙ্গু ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ওয়ার্ল্ড ভিশন এপি আশাশুনির উদ্যোগে উপজেলার কুল্যা, বুধহাটা, কাদাকাটি, বড়দল, দরগাহপুর ও আশাশুনি সদর ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানে এলাকার ৩৫০ জন অংশ নেন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সাতক্ষীরা এপিসি ম্যানেজার ম্যাথিল্ডা মেন্ডিস, পিও মানিক হালদার, স্বপন ডেভিড সাহা, এলিস মন্ডল, মিলিতা সরকার, মৌসুমি মজুমদার এবং স্ব স্ব এলাকার গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এপি ম্যানেজার। 5,686,434 total views, 1,353 views today |
|
|
|